কলকাতা ব্যুরো : কাজ নেই কোনো। তাই সোশ্যাল মিডিয়াই ভরসা সেলেবদের । ফেসবুক, ইনস্টাগ্রামে সেলেবরা ছবি ও ভিডিও পোস্ট করে চলেছেন একের পর এক। গৃহবন্দি জীবনে মানুষ দেখছেনও গসিপ আর সেলেবদের পোস্ট। সময় তো কাটাতে হবে।
সম্প্রতি বলিউডের সেক্স বম্ব উর্বশী রাউতেলা একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তার উদ্দাম নাচের। আর পোস্ট হবার সঙ্গে সঙ্গে নেটিজেনদের চোখ ছানাবড়া করে তাতে লাইক পরে গেছে ৩০ মিলিয়ন। কাল বিকিনিতে পিঠ খোলা আর একটি ভিডিওতেও নজর কেড়েছেন উর্বশী।