কলকাতা ব্যুরো: গাড়ির ধাক্কায় জখম হল দুটি চিতাবাঘ। তাদের একটিকে জখম অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গের লাটাগুরি বনদপ্তর এর অফিসে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কিন্তু অপর চিতাবাঘটির কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে ডুয়ার্সের বানারহাটের চা বাগান এলাকায়। ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় একটি চার চাকার গাড়ি ওই দুটি চিতাকে রাস্তার উপরে ধাক্কা মারে। একটি পুরুষ লেপার্ড উদ্ধার হলেও, এখনো সন্ধান পাওয়া যায়নি অপরটির। সেটিকে খুঁজে বের করার জন্য বনদপ্তর ড্রোন ব্যবহার করছে।
যে গাড়িটি বাঘ দুটিকে ধাক্কা মারে পরে সেটি উল্টে তার পাঁচ যাত্রী জখম হন। গাড়িটি রাস্তার ধারে দুর্ঘটনার মুখে পড়ে। রাতেই তাদের পাঁচজনকে জখম অবস্থায় বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায়, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বানারহাট থানায় একটি জেনারেল ডায়েরি করেছে বনদপ্তর। জখম বাঘটিকে খোঁজার জন্য আশপাশের গ্রামগুলোতেও সতর্ক করে দেওয়া হয়েছে। বনদপ্তর এর মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব জানিয়েছেন, যে কোনভাবেই হোক জখম অন্য চিতাবাঘটিকে থেকে খুঁজে বের করতে বনদপ্তর এর সব বিট ও রেঞ্জ অফিসকে সতর্ক করা হয়েছে। কোন মানুষ যাতে ওই জখম চিতাবাঘের সামনে না পড়ে যায়, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে গ্রামবাসীদের।

Share.
Leave A Reply

Exit mobile version