কলকাতা ব্যুরো: সৌরভ গাঙ্গুলির একটি হৃদ ধমনীতে ব্লকেজ বিপদ জনক হাওয়ায় স্টেন্ট বসানো হলো। আপাতত তিনি বিপদমুক্ত বলে জানালো উড ল্যান্ডাস হাসপাতাল। চিকিৎসকরা জানিযেছেন, সৌরভের তিনটি আর্টারিতেই  ব্লক ধরা পড়েছে। একটি আর্টারির ৯০ শতাংশ ব্লক। সিটিতেই আগে স্টেন্ট বসানো হলো।  তার তিনটি হৃদ-ধমনীতে ব্লকেজ পাওয়া গিয়েছে। তারমধ্যে যেটি থেকে সবচেয়ে বেশি বিপদের আশংকা, তাতে একটি স্টেন্ট বসানো হয়েছে।

বাকি দু’টি ব্লকেজ ওষুধেই সেরে যাবে, না কি ফের স্টেন্ট বসবে বা ওপেন হার্ট বাইপাস সার্জারি হবে, তা নিয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। এদিন হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বাধীন তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এদিন সৌরভ অসুস্থ হওয়ার খবর শুনেই ট্যুইট করে তার সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বিগ্ন হয়ে ফোন করেন কৈলাশ বিজয় বর্গিকে। তিনি সৌরভের পরিবারের সঙ্গে কথা বলে কোনো প্রয়োজনে সব রকম সাহায্যের আশ্বাস দেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী, ক্রিয়া মন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা হাসপাতালে যান তাকে দেখতে।

Share.
Leave A Reply

Exit mobile version