কলকাতা ব্যুরো: হঠাৎই বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়লেন সৌরভ গাঙ্গুলী। তাকে দ্রুত উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন সকালে বাড়িতে শরীরচর্চা করার সময় আচমকাই অজ্ঞান হয়ে যান মহারাজ। চোখের সামনে হঠাৎ অন্ধকার নেমে আসে। যদিও এখন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা বলেছেন, সৌরভ আপাতত স্থিতিশীল রয়েছেন। জরুরি বিভাগের নজরদারির জন্য তাকে রাখা হয়েছে। তাকে আরও ভালোভাবে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক সরোজ মন্ডলকে তলব করা হয়েছে।

চিকিৎসকরা জানান, সাময়িকভাবে অনেক সময় সুগার কমে যাওয়ার জন্য হার্টে সামান্য সময়ের জন্য অচলাবস্থা সৃষ্টি হয়। ফলে মাইল্ড হার্ট অ্যাটাক বলতে যা বোঝায় তেমন একটা কিছু ঘটে থাকতে পারে সৌরভের ক্ষেত্রে। সে ক্ষেত্রে সাময়িক পেসমেকার বসানো হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে। যদিও বিশেষজ্ঞ চিকিৎসক সরোজ মন্ডল দেখার পরেই সৌরভকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানিয়েছেন, কোন রকম বিপদের আশঙ্কা নেই। তবে তারা সব দিক থেকে বিষয়টি খতিয়ে দেখতে চান।

Share.
Leave A Reply

Exit mobile version