কলকাতা ব্যুরো: মঙ্গলবার ভোট চলাকালীন হাওড়ার উলুবেড়িয়া-উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল মাজিকে হামলা করার অভিযোগ উঠল বিজেপি-এর বিরুদ্ধে। হামলার আশঙ্কায় মাথায় হেলমেট পরেই ‘স্পর্শকাতর’ বুথ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। নির্মল অক্ষত থাকলেও তাঁর দুই দেহরক্ষী এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

মঙ্গলবার তৃতীয় দফার ভোট চলাকালীন নির্মল তাঁর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মুক্তিচক এলাকার একটি বুথ পরিদর্শনে গিয়েছিলেন। সে সময়ই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। রাজনৈতিক ভাবে ‘উত্তেজনাপ্রবণ’ হিসেবে চিহ্নিত ওই এলাকায় ভোটের আগেই বিজেপি-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল তৃণমূল। হামলার আশঙ্কায় নির্মল মাথায় হেলমেট পরে বুথ পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু তিনি এলাকায় পৌঁছতেই তৈরি হয় উত্তেজনা। বিজেপির কর্মীরা তাঁর উপরে হামলা চালায় বলে অভিযোগ। তাদের ছোড়া ইটে নির্মলের দেহরক্ষী শ্যামল ওরাওঁয়ের মাথায় আঘাত লাগে। আরও এক নিরাপত্তাকর্মী সামান্য আহত হন বলে জানা গিয়েছে।

অন্যদিকে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল চত্বরে ঘটে এই ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা গিয়েছে যে মঙ্গলবার ভোটগ্রহণ চলাকালীন উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে এক বিজেপি কর্মীকে তলোয়ার দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই কর্মীকে দেখতেই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে যান পাপিয়া। সেখানেই তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। প্রার্থীকে সেখান থেকে চলে যেতে বলা হয় বলে অভিযোগ করেছে বিজেপি। পাপিয়া হাসপাতাল থেকে বেরিয়ে যান।

সব মিলিয়ে তৃতীয় দফার ভোটের দিন বেশ খানিকটা উত্তপ্ত হতে দেখা গেল হাওড়ার উলুবেড়িয়াকে।

Share.
Leave A Reply

Exit mobile version