অয়ন ঘোষ, কলকাতা ব্যুরো : তৃতীয় দফার ভোট যখন পুরোদমে চলছে, তখনই ডুমুরজোলা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে মমতার দুর্নীতপরায়ণ সরকার বাংলাকে দুর্দশা ছাড়া আর কিছুই দেয়নি। তিনি এও বলেন যে ১০ বছরের রাজত্ব, পৌরসভা, পৌরনিগমগুলি মানুষকে পরিষেবা প্রদানে গুরুত্ব দেয়নি। বিল্ডিং পরিকল্পনা, জল, পার্ক নির্মাণে কাটমানি এবং দুর্নীতিতে প্রাধান্য দিয়েছে।


তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মোদী বলেন যে তিনি বাংলার সঙ্গে যা করেছেন, তা এখন সকলের সামনে। তাই বাংলার মানুষকে আজ হুমকি দিতে হচ্ছে। এর আগে মোদীকে তাঁর বাংলা উচ্চারণ নিয়ে তৃণমূলের তরফে যে কটাক্ষ সইতে হয়েছে, সেই ব্যাপারে তিনি বলেন যেখানেই যাই সেখানকার ভাষা বলার চেষ্টা করেন তিনি। উচ্চারণে ভুল থাকলেও সম্মানের সঙ্গেই বলার চেষ্টা করেন। হিন্দিতে বলার সময়ও অনেক ভুল হয়। বাংলা উচ্চারণেও সমস্যা হলেও তিনি বলার চেষ্টা করেন কারণ বাংলা ভাষাকে তিনি সম্মান করেন। এছাড়াও তিনি বলেন যে টাকা আটকে রয়েছে তা সকলের হাতে তুলে দেওয়া হবে।


এদিন হাওড়ার সভায় তিনি বলেন, “কয়লা ধুলে ময়লা যায় না, মনে রাখবেন দিদি। পরাজয়ের হতাশায় আজকাল দিদি আমাকে গালি দেন। বাংলার মানুষ দিদির এই আচরণ দেখে দুঃখ পাচ্ছেন। দেশ-বিদেশে এর নিন্দা হচ্ছে। বাংলার এই কোন ছবি তুলে ধরছেন দিদি? আমার উচ্চারণ নিয়েও প্রশ্ন তুলছেন দিদি। প্রধানমন্ত্রী হিসেবে সাংসদ, মুখ্যমন্ত্রীদের জন্মদিনে আমার দফতর থেকে সকলকে চিঠি পাঠাই শুভেচ্ছা জানাই। আগে ইংরেজিতে চিঠি যেতো। আমি আসার পর সকলকে তাঁদের মাতৃভাষায় চিঠি লিখে পাঠাই। তার অর্থ এই নয় যে আমি সব ভাষা জানি। বরং সব ভাষাকে সম্মান করি বলেই করি। আমি দিদিকে বাংলায় লিখেছিলাম একবার, দিদি গুজরাতিতে জবাব দিয়েছিলেন। তখন খুব ভাল লেগেছিল আমার। কারণ এত ভাষাভাষির দেশ বিশ্বের আর কোথাও নেই। যেখানেই যাই সেখানকার ভাষা বলার চেষ্টা করি। উচ্চারণে ভুল হয়। কিন্তু সম্মানের সঙ্গেই চেষ্টা করি। হিন্দিতে বলার সময়ও অনেক ভুল করি। বাংলা উচ্চারণেও সমস্যা রয়েছে জানি। তা-ও বলি কারণ বাংলাকে সম্মান করি। এটাকে তো উৎসাহ দেওয়া উচিত”।

Share.
Leave A Reply

Exit mobile version