কলকাতা ব্যুরো: কোথাও প্রিসাইডিং অফিসার ইভিএম মেশিন বগলদাবা করে রাত কাটালেন তৃণমূল কর্মীর বাড়িতে। আবার কোথাও ভোট শুরুর পরে বিজেপি সমর্থকরা দৌড় করালেন বিজেপি সাংসদ এর তৃণমূল প্রার্থী স্ত্রীকে। আর জমির মধ্যে দিয়ে দৌড়াতে থাকলেন তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ। যিনি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্ত্রী। মোটামুটি মঙ্গলবার এই ছিল হাওড়া ও হুগলির আরামবাগ খানাকুলের এর ভোটচিত্র।


সকাল থেকেই দফায় দফায় আরামবাগে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখল, এজেন্টদেরকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ আনছিল বিজেপি। এরই মধ্যে তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ বিজেপি কর্মীদের বাড়ি ঢুকে হুমকি দিয়েছেন, এই অভিযোগে এলাকার মহিলা পুরুষরা বেরিয়ে এসে রে রে করে তেড়ে যান। সুজাতার বিরুদ্ধে হাতে লাঠি, বাঁশ ছাড়াও মহিলারা যে যেমন পেরেছেন খুন্তি হাতে নিয়ে বেরিয়ে পড়েন সুজাতাকে সবক শেখাতে। আর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী মাঠ ঘটত ভেঙে পড়িমড়ি করে দৌরচ্ছেন নিজেকে বাঁচাতে।


উলুবেড়িয়া আবার ইভিএম বাক্স নিয়ে প্রিসাইডিং অফিসার সোমবার রাত কাটিয়েছেন এক তৃণমূল কর্মীর বাড়িতে। এতবড় একটা ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে এদিন সকাল থেকেই তোলপাড় শুরু হয়। এই ঘটনায় ওই প্রিসাইডিং অফিসার এবং এক সাব ইন্সপেক্টর কে সাসপেন্ড করা হয়েছে। তিন জন হোম গার্ডকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে বড় কোনো গন্ডগোল ছাড়া হাওড়া এবং হুগলির গ্রামীণ এলাকায় ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৭৬%।

Share.
Leave A Reply

Exit mobile version