কলকাতা ব্যুরো: করোনার দ্বিতীয় ঢেউ যেন এবার ছাপিয়ে গেল সমস্ত রেকর্ড। গত ২৪ ঘটায় দেশে আক্রান্ত কয়েছে ১,১৫,৩১২ জন মানুষ। স্বভাবতই ফের চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে সাধারণ মানুষের কপালে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে শুরু হয়ে গিয়েছে লকডাউন, নাইট কার্ফু ইত্যাদি। কিন্তু তা সত্বেও কোনওভাবেই যেন ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। করোনাকে জয় করে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৯,৭১৪ জন মানুষ এবং করোনা জীবন কেড়ে নিয়েছে গত ২৪ ঘন্টায় ৬৩০ জনের। তাহলে কি আবার দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন? সেই নিয়েও চলছে জল্পনা।

দেশে সংক্রমণের সিংহ ভাগই হচ্ছে ৫টি রাজ্যের অন্তর্গত। মহারাষ্ট্র – ৫৫,৪৬৯, ছত্তিশগড় – ৯,৯২১, কর্ণাটক – ৬,১৫০, দিল্লি – ৫,১০০ এবং উত্তর প্রদেশ – ৫,৮৯৫। পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে বেড়ে চলেছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় বাংলায় আক্রান্ত হয়েছে ২,০৫৮ জন মানুষ, সুস্থ হয়ে উঠেছে ৭২২ জন এবং মারা গিয়েছেন ৭ জন। গত এক সপ্তাহে মহারাষ্ট্রের পাশাপাশি কর্নাটক, ছত্তীসগঢ়, দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির পরিস্থিতিরও অবনতি হচ্ছে।  দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৪৩ হাজার ৪৭৩ জন।

যদিও ভ্যাকসিন দেওয়ার কাজও চলছে দ্রুত গতিতে আর বিশেষজ্ঞরাও সেইদিকেই জোর দিচ্ছেন আরও বেশী করে। এই আক্রান্ত বৃদ্ধি দেশে সক্রিয় রোগীর সংখ্যাকে গত কয়েকদিনে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version