কলকাতা ব্যুরো: বেশ  কিছু তাজা বোমা উদ্ধার হলো ক্যানিং বুরান গড় এলাকায়। মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হবার পর থেকেই ক্যানিং-এর বুরান এলাকায় শুরু হয়েছে বোমাবাজি। এলাকার তৃণমূল পার্থী শওকত মোল্লা অভিযোগ জানিয়েছিলেন যে আই এস এফ সমর্থকরা সকাল থেকেই বোমাবাজি চালিয়ে যাচ্ছে। এমনকি লোহার রড দিয়ে পেটানোর তৃণমূল সমর্থকদের অভিযোগ ওঠে। এরই মাঝে তাজা বোমা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


এই ঘটনার প্রতিবাদে ক্যানিং পূর্বের প্রার্থী শওকত মোল্লা ধর্নায় বসে পরেন আই এসেফের বোমাবাজি, বুথ জামের বিরুদ্ধে। অন্যদিকে আজ সকালে আহত হয়েছে এক আইএসেফ কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালু গাজি নামের ওই আইএসএফ কর্মী মঙ্গলবার সকালে চায়ের দোকানে যান। সেখানে তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। ফাটিয়ে দেওয়া হয় মাথাও। স্থানীয়রাই তড়িঘড়ি পুলিশে খবর দেন। কালুকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেই থেকে থমথম করছে গোটা এলাকা। সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version