রোহিত শর্মার টিম ইন্ডিয়া বড় নজির গড়েছে।কোনও বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি জয় পেয়েছে ভারত। এবংঅপরাজিত থেকেই বিশ্বকাপ জিতেছে রোহিত শর্মার দল। শনিবার টিম ইন্ডিয়ার আইসিসি ট্রফি জয়ের খরা শেষ হল।ভারতীয় দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। শিরোপা জয়ের এই ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এভাবেই টিম ইন্ডিয়া তাদের ১১ বছরের দীর্ঘ আইসিসি ট্রফি জয়ের খরার অবসান ঘটিয়েছে এবং ২০০৭ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। গত ১৭ বছরে, ভারত চারটি বড় আইসিসি টুর্নামেন্ট জিতেছে, অন্যদিকে টিম ইন্ডিয়া মোট ছয়বার আইসিসি ট্রফি জিতেছে। সেই সঙ্গে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলির স্বপ্নও পূরণ হল।
উল্লেখ্য, ভারতীয় দল বিশ্বের দ্বিতীয় দল হিসেবে সবচেয়ে বেশি আইসিসি ট্রফি জিতেছে। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ১০টি ভিন্ন আইসিসি ট্রফি জিতেছে ওডিআই বিশ্বকাপ ৬ বার, টি টুয়েন্টি বিশ্বকাপ ১ বার, চ্যাম্পিয়ন্স ট্রফি ২ বার এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ১ বার, যেখানে টিম ইন্ডিয়া ষষ্ঠ আইসিসি ট্রফি জিতেছে। ভারত জিতেছে দুটি ওডিআই বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারা পাঁচটি আইসিসি শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ, দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি।ইতিমধ্যে আরও একটি রেকর্ড করেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের দীর্ঘতম জয়ের ধারা ধরে রেখেছে তাঁর দল। ডিসেম্বর ২০২৩ থেকে জুন ২০২৪ পর্যন্ত এখনও টানা ১২টা ম্যাচ জিতেছে তারা। এর আগে নভেম্বর ২০২১ থেকে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত টানা ১২টা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল তারা।
টি-টোয়েন্টিতে ভারতের দীর্ঘতম জয়ের ধারা- ১২ নভেম্বর ২০২১ থেকে ফেব্রুয়ারি ২০২২, ১২ ডিসেম্বর ২০২৩ থেকে জুন ২০২৪, ৯ জানুয়ারী ২০২০ থেকে ডিসেম্বর ২০২০, এছাড়াও রোহিত শর্মার টিম ইন্ডিয়া আরও একটি বড় নজির গড়েছে। যদিও এই নজির রেকর্ডে পরিনত হতেই পারত যদি বৃষ্টির কারণে ভারতের কানাডা ম্য়াচ ভেস্তে না যেত। কারণ কোনও বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি জয় পেয়েছে ভারত। যদিও অপরাজিত থেকেই বিশ্বকাপ জিতেছে রোহিত শর্মার দল। এই তালিকায় দক্ষিণ আফ্রিকারও নাম রয়েছে। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপেই এই নজির গড়েছে তারা। চলুন দেখে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি জয় পেয়েছে কোন কোন দল।টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি জয় ভারত (২০২৪)- ৮, দক্ষিণ আফ্রিকা (২০২৪)- ৮, অস্ট্রেলিয়া (২০২২-২০২৪)- ৮, ইংল্যান্ড (২০১০-২০১২)- ৭, ভারত (২০১২-২০১৪)- ৭।
ম্যাচ সেরা কোহলি এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়
ভিরাট কোহলি পুরো আসর ছিলেন নিষ্প্রভ। পুরো আসরে যে রান নিয়েছেন ফাইনালে তিনি সেই রান নিলেন এবং জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন।সব ফরম্যাটের ক্রিকেটেই ভিরাট কোহলি সময়ের সেরা ব্যাটার। এর আগে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। তবে কোহলির ফাইনালের ইনিংস বেশ সমালোচনার মুখে পড়েছিল। কোহলি ৫০ রান পূর্ণ করতে ৪৮ বল খরচ করেন। এরপর ৫৯ বলে মোট ৭৬ রান তোলেন এবং ম্যাচসেরার পুরস্কার পান।
৩৫ ম্যাচে ১২৯২ রান তুলে ভিরাট কোহলিই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক হিসেবে বিদায় নিলেন। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পর কোহলি বলেন, ”এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর এটাই আমি পেতে চেয়েছিলাম।” এবারের আসরটি কোহলির জন্য মোটেই আশানুরূপ ছিলনা। এই বিষয়ে তিনি বলেন, “একদিন আমার মনে হচ্ছিল, আমি আর এক রানও করতে পারবো না। আজ জানাচ্ছি এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ”। অধিনায়ক রোহিত শর্মা সম্পর্কে কোহলি বলেন, “আমি ছটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছি, রোহিত এটা নিয়ে নটা খেললো। আমার চেয়েও রোহিতের এটা বেশি প্রাপ্য”।