কলকাতা ব্যুরো: সম্প্রতি খিদিরপুরের সড়ক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তৃণমূল কাউন্সিলর তথা কলকাতার মেয়র পারিষদ রাম পিয়ারি রামের ছেলে। সোমবার বিকেলে শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে কাউন্সিলরের বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন নিহতের পরিবারের সঙ্গে। পাশে দাঁড়ানোরও আশ্বাস দিলেন তিনি।
সোমবার মেয়ো রোডের অনুষ্ঠান সেরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথ দুর্ঘটনায় বড় ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে কাউন্সিলরের পরিবার। এদিন মিনিট সাতেক তাঁদের সঙ্গে সময় কাটান মমতা। পাশে থাকার আশ্বাসও দেন। কথা বলে মৃতের বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে। মুখ্যমন্ত্রী যতক্ষণ বাড়িতে ছিলেন ততক্ষণ পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি।
এরপরই ফিরে মুখ্যমন্ত্রী একটি ফেসবুক পোস্ট করেন। লেখেন, আমি আজ আমাদের রাম পিয়ারি রামের সঙ্গে দেখা করি। সদ্য এক মর্মান্তিক দুর্ঘটনায় উনি ওঁর সন্তানকে হারিয়েছেন।
I met with our Councillor Shri Ram Pyare Ram today, who recently lost his son in a tragic accident. My thoughts and prayers are with his family members, in this hour of grief. May his soul rest in peace.
Posted by Mamata Banerjee on Monday, August 29, 2022
এই কঠিন সময়ে আমি ওই পরিবারের সদ্যসদের সঙ্গে সর্বতোভাবে সঙ্গে আছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।