কলকাতা ব্যুরো: ত্বকের যত্নের জন্য কেমিক্যাল যুক্ত সামগ্রীর পরিবর্তে ঘরোয়া উপায় তৈরি বিউটি প্রোডক্ট ব্যবহার করলে অধিক সুফল লাভ করতে পারেন। এর ফলে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ত্বক প্রাকৃতিক ভাবে উজ্জ্বল থাকে ও সৌন্দর্য বৃদ্ধি হয়। এখানে এমন কয়েকটি প্রাকৃতিক স্কিন কেয়ার টিপস দেওয়া রইল, যা সহজেই ত্বককে করে তুলতে পারে, উজ্জ্বল ও জীবন্ত।

১ কাপ দইয়ে ১ টেবিল চামচ কমলালেবুর রস ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। তার পর এটিকে ১৫ মিনিট পর্যন্ত মুখে লাগিয়ে রেখে, ওয়েট টিস্যু দিয়ে মুছে ফেলুন। এর ফলে ত্বক উজ্জ্বল হয়।

নানান ফলের শাঁস মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এর পর এটা দিয়ে ভালো ভাবে মুখে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর এটি ধুয়ে নিন। মনে রাখবেন পরিষ্কার ও এক্সফলিয়েট হওয়া ত্বকেই যে কোনও ধরণের প্যাক ব্যবহার করবেন।

নারকেলের দুধ ত্বককে উজ্জ্বল করে। নারকেল কুড়ে তার থেকে দুধ বার করুন। এবার সেই দুধ মুখ ও ঠোঁটে লাগিয়ে কিছু ক্ষণের জন্য ছেড়ে দিন। এর পর ভালো ভাবে মুখ ধুয়ে নিন।

বাড়িতেই সানস্ক্রিন লোশান তৈরি করতে পারেন। এর জন্য শশার রস, গ্লিসারিন ও গোলাপজল মিশয়ে সানস্ক্রিন তৈরি করুন। এটি ফ্রিজেও রাখতে পারে।

কাঁচা দুধ ১০ মিনিট মুখে লাগিয়ে রাখার পর ধুয়ে ফেললে ত্বক নরম ও উজ্জ্বল হয়।

১ চা চামচ বিউলি ডাল ও ৫-৬টি আমন্ড সারারাত জলে ভিজিয়ে রাখুন। সকালে এর পেস্ট বানিয়ে আধ ঘণ্টা পর্যন্ত মুখে লাগিয়ে রাখুন। এর ফলে ত্বক উজ্জ্বল হয়।

কাঁচা আলু কেটে তা মুখে ভালো ভাবে ঘসুন, এর ফলে দাগ-ছোপ দূর হয়।

আঙুর কেটে তা দিয়ে মুখে ম্যাসাজ করুন। ফলের অ্যাসিড প্রাকৃতিক এক্সফলিয়েটরের কাজ করে।

মুখের বলিরেখা ও সূক্ষ্মরেখা দূর করার জন্য ক্যাস্টর অয়েল লাগান।

২ চা চামচ পাকা টমেটোর রসে ৩ চা চামচ দইয়ের ঘোল মিশিয়ে আধ ঘণ্টার জন্য এটি লাগিয়ে রাখুন। পরে ধুয়ে নিন।

এক কাপ জলে আদার টুকরো ভিজিয়ে রাখুন। ১০ মিনিট পর এতে অল্প মধু মিশিয়ে চায়ের মতো করে পান করুন। এটি ত্বককে ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচায়।

চন্দন পাওডারে দুধের সর ও গোলাপজল মিশিয়ে প্যাক বানান। এই প্যাকের ব্যবহারের ফলে ত্বক জীবন্ত ও উজ্জ্বল হয়ে উঠবে।

কিউয়ির পিওরেতে দই মিশিয়ে একটি প্যাক বানান। এটা দিয়ে ম্যাসাজ করে ২০ মিনিট পর ধুয়ে নিন।

সামান্য জল মিশিয়ে স্ট্রবেরি পাল্প বেটে নিন। এই প্যাক মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এর ফলে ত্বক উজ্জ্বল হয়।

ল্যাভেন্ডার অয়েল লাগালে দাগ, ছোপ, স্ট্রেচ মার্ক দূর হয়।

Share.
Leave A Reply

Exit mobile version