কলকাতা ব্যুরো: নির্বাচন নয়, এই বিধানসভা ভোটে বিজেপি আসলে হিন্দুত্বকে সামনে রাখছে তা এতদিনে স্পষ্ট। আর এই ‘ধর্মযুদ্ধে’ বিজেপি প্রচারে নামছে একেবারে দেব-দেবীর উপাসনা করেই। বিজেপির নেতা-নেত্রী এলাকায় প্রচার এর প্রথম দিনেই পৌঁছে যাচ্ছেন কোন না কোন মন্দিরে। সেটা কোন কালী, দুর্গা বা শিবের মন্দির– যাই হোক না কেন। আসানসোলের বিজেপির প্রার্থীরা একইভাবে প্রণাম ঠুকে ফেলছেন দেবদেবীর মন্দিরে। অগ্নিমিত্রা পল থেকে অভিনেত্রী সায়নী ঘোষ বা চিকিৎসক অজয় পোদ্দার– সকলেই তাদের প্রচার শুরু করছেন মন্দিরে মাথা ঠুকেই।


সোমবার সকালে কল্যানেশ্বরী মন্দিরে পূজো করে মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার নামলেন কুলটি বিধান সভার বিজেপির মনোনীত প্রার্থী ডাক্তার অজয় পোদ্দার।
এদিন তিনি জানান, কল্যানেশ্বরী ও ছিন্নমস্তা মন্দিরে পূজো দিয়ে জোরকদমে প্রচার শুরু করা হবে, কারণ ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব নয়। তাছাড়া তিনি আরো বলেন, কুলটি সহ সারা রাজ্যে এবার পদ্মফুল ফুটবে। কারণ সাধারণ মানুষ বিজেপির সঙ্গে।


বিজেপির এ বার কুলটিতে ১ লক্ষ ভোটে জয়ের ব্যবধানের টার্গেট রয়েছে।
তিনি আরো জানান, কুলটির উন্নয়ন করা আমার মূল লক্ষ্য গত কুড়ি বছরের চেয়ারম্যান তথা তিন বার জয়ী বিধায়ক কুলটির উন্নয়নের জন্য কিছু করেনি, তার প্রমাণ করে দেওয়া। এ বার রাজ্যে বিজেপির সরকার গঠন করার পর কুলটিতে প্রচুর উন্নয়ন করা হবে, দাবি বিজেপি প্রার্থীর।

Share.
Leave A Reply

Exit mobile version