কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে অভিযোগ করলো তাঁর পরিবার। সুপ্রিম কোর্টে পরিবারের আইনজীবী বিকাশ সিং বলেন, মুম্বাই পুলিশ প্রথম থেকে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এখন নতুন নতুন যে সব তথ্য উঠে আসছে তাতে সুশান্তের পরিবারের দাবি, আত্মহত্যা করেননি তাঁদের ছেলে।
কেন্দ্রের তরফে সিবিআই কৌঁসুলি তুষার মেহেতার প্রশ্ন, ৫৬ জনের বক্তব্য রেকর্ড করলো মুম্বাই পুলিশ। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট কোথায়? কেন মুম্বাই পুলিশ এতদিনেও এফআইআর করার চেষ্টা করলো না।
আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। সেদিন সবপক্ষকে তাঁদের বক্তব্যের ব্রিফ দিতে হবে কোর্টকে।
রেহা চক্রবর্তীর আবেদন অনুযায়ী সুশান্তের মৃত্যু মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ঝুলে থাকলো আরও ৪৮ ঘন্টা।
Previous Articleগ্রেফতার শেখ বিনোদ, এবার প্রতারণায়
Next Article উড়ানে নিষেধাজ্ঞা বাড়লো
Related Posts
Add A Comment