কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় তাল ঠোকাঠুকি অব্যাহত। এবার সুপ্রিম কোর্টেও রেহা চক্রবর্তীর দায়ের করা মামলা বিহার থেকে মুম্বাইয়ে সরানোর আবেদনকে কেন্দ্র করে অভিযোগ আর পাল্টা অভিযোগ। শনিবার দু’পক্ষই হলফনামা দেয় সুপ্রিম কোর্টে।
মুম্বাই পুলিশ হলফনামাতে বিহারে অভিযোগ ডায়েরকে সরাসরি অভিসন্ধি বলে অভিযোগ তুলেছে। মুম্বাই পুলিশের বক্তব্য, মৃতের বাবার প্রতি আমরা সহানুভূতিশীল। কিন্তু তারপরেও এতদিনে মৃতের পরিবারের তরফে মুম্বাই পুলিশের কাছে কোনো অভিযোগ না জানিয়ে বিহারে অভিযোগ করলেন। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। বিহার পুলিশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ দায়ের করেছে বলেও অভিযোগ তুলেছে মুম্বাই পুলিশ।
শুধু বিহার পুলিশ বা মৃতের পরিবার নয়, সিবিআইকেও দেগেছে মুম্বাই পুলিশ। সুপ্রিম কোর্টে রেহা চক্রবর্তীর আবেদনের এখনও ফায়সালা হয়নি। তার আগেই সিবিআই সৌজন্য বিসর্জন দিয়ে তদন্ত হাতে নেওয়ায় জন্য বাড়তি উৎসাহ দেখাচ্ছে বলেও অভিযোগ মুম্বাই পুলিশের।
এ দিকে সুশান্তের বাবা কৃষ্ণ কিশোর সিং মুম্বাই পুলিশের বিরুদ্ধে পাল্টা প্রশ্ন তুলেছেন সহযোগিতা ইস্যুতে। ২২ ও ২৫ ফেব্রুয়ারি তিনি মুম্বাই পুলিশের কাছে ছেলের কিছু সমস্যা হতে পারে বলে আশঙ্কা জানানোর পরেও তারা কি সাহায্য করেছে, হলফনামায় সেই প্রশ্ন তুলেছেন মৃত অভিনেতার বাবা। এমনকি প্রথম থেকে সঠিক তদন্তের বদলে মুম্বাই পুলিশ কিছু লোককে আড়াল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ সুশান্তের বাবার। যে রেহা চক্রবর্তী তাঁর ছেলের মৃত্যুর পর ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখে সিবিআই তদন্তের দাবি করলেন, বাস্তবে সেই সিবিআই যখন তদন্ত নিচ্ছে তখন কেন তিনি বাধা দিচ্ছেন, সেই প্রশ্ন তুলেছেন বৃদ্ধ।
মুম্বাই পুলিশ অবশ্য হলফনামা দিয়ে দাবি করেছে, তদন্ত এগোচ্ছে। ইতিমধ্যে ৫৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। প্রথম থেকেই নিরপেক্ষ তদন্ত তারা চালাচ্ছে বলে মুম্বাই পুলিশের দাবি হলফনামায়।