পরিস্থিতি উদ্বেগের নয়, জানালো রাজ্য
উদ্বিগ্ন কেন্দ্রের চিঠি নবান্নকে
কলকাতা ব্যুরো: করোনা চিকিৎসার গুণগত মান বাড়াতে রাজ্য বেশ কয়েকটি দল গঠন করেছে। পাশাপাশি নতুন করে কঠোর লক ডাউনের আশঙ্কা উড়িয়ে দিয়ে মুখ্য সচিব রাজীব সিনহা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন। যদিও এ দিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গত চার দিন ধরে ১৬০০ র বেশি করে পজিটিভ রোগী চিহ্নিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছে রাজ্যকে। একইসঙ্গে করোনা পরীক্ষায় জাতীয় গড়ের থেকে এখানে পরীক্ষা কম হচ্ছে বলে সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে কলকাতা ও শহরতলির জেলাগুলি ছাড়াও জঙ্গলমহল ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সংক্রমণ বাড়তে থাকায় কনটাইনমেন্ট জোন ও বাফার জোনে লক ডাউনে নজরদারি বাড়াতে বলা হয়েছে কেন্দ্রের চিঠিতে। রাজ্য অবশ্য সে ব্যাপারে কোনো মন্তব্য করে নি। তার বদলে করোনা চিকিৎসার ফাঁকফোকরগুলি ভরাট করতে একপ্রস্থ সিদ্ধান্তের কথা এ দিন নবান্নে জানান মুখ্য সচিব।
প্রটোকল ম্যানেজমেন্ট টিম গড়া হচ্ছে। সিনিয়র ডাক্তার ও অ্যাসোসিয়েট প্রফেসাররা এই দলের সদস্য হবেন। বিভিন্ন হাসপাতালে ঘুরে এঁরা করোনা চিকিৎসা নিয়ে সরকারি প্রটোকল মানার ব্যাপারে নজরদারি ও পরামর্শ দেবেন। প্রটোকল না মানা নিয়ে অনেক রকম অভিযোগের মধ্যে, হাইপার টেনশন নিয়ে ভর্তি রোগীর সেই অসুখের চিকিৎসা না করে করোনা চিকিৎসা শুরুর উদাহরণ রয়েছে। এধরনের ক্ষেত্রে হাসপাতালকে সতর্ক করে প্রটোকল মেনে আগে হাইপারটেনশন বা রোগীর মূল রোগের চিকিৎসা করে তারপর করোনা চিকিৎসা শুরু করার কথা। এমন ভুল বার বার করলে প্রথমে শোকজ করা হবে। তাতেও কাজ না-হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি হাসপাতালের কাছ থেকে জরিমানাও নেওয়া হতে পারে।
এক্সটারন্যাল এক্সপার্ট টিম। এই টিমের কাজ হল হাসপাতালে গিয়ে দেখবে কোন রোগীকে ছাড়া হবে বা হবে না। বহু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। উপসর্গ নেই। তেমন ক্ষেত্রে আইসিএমআর নির্দেশিকা মেনে এদের বাড়িতে রেখে চিকিৎসা করার ব্যাপারে বিবেচনা করা হবে।
কুইক রেসপন্স টিম।কোমর্বিড রোগীর চিকিৎসা সংক্রান্ত খামতি দেখা মাত্রই প্রয়োজনীয় সাহায্য করবে এই দল। কোভিড ইনফ্রাস্ট্রাকচার অকুমেন্টেশন টিম। এরা স্বাস্থ্য দপ্তরকে পরামর্শ দেবে।
সেফ হোম টিম। সেফ হোম কাজ তদারকি করবে। করোনা পজিটিভের মৃতদেহ সৎকার বিষয়টি দেখবে কলকাতা পুর কমিশনারের নেতৃত্বে একটি দল।
টেলিফোনে কোভিড রোগীর পরামর্শ দেওয়ার কাজ দেখভাল করবে একটি দল।