কলকাতা ব্যুরো: জেইই ও নিট পরীক্ষা বাতিলের দাবিতে আজ সোনিয়া গান্ধী বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ভিডিও কনফারেন্সে ওই বৈঠকে যোগ দেবেন কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও।
মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জেইই ও নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন। পরে এ ব্যাপারে আপত্তি জানিয়ে চিঠিও লেখেন প্রধানমন্ত্রীকে।
যদিও পূর্ব ঘোষণা মতো সেপ্টেম্বর মাসে এই দুই পরীক্ষা না করানোর জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু পরীক্ষা পিছিয়ে ছাত্রদের ভবিষ্যতের আরো ক্ষতি হবে বলে মন্তব্য করে সেই আবেদন খারিজ করে আদালত।
যদিও দুই পরীক্ষা পিছনোর দাবিতে কংগ্রেসও মুখ খোলে। ফের কংগ্রেস সভাপতির পদে বসে এবার সোনিয়ার মমতার সঙ্গে বৈঠকে বিরোধী জোটের বার্তা স্পষ্ট। আর নিজের দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীকে ডেকে নেওয়ায় এটা স্পষ্ট, বিরোধী জোটে মমতার বিশ্বাসযোগ্যতা এখনো অটুট। বেলা আড়াইটার বৈঠকের পর সোনিয়া বা মমতা কি বলেন তা-ই এখন দেখার।