কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় সুপ্রিম কোর্টে সব পক্ষ বক্তব্যের লিখিত নোট জমা দিলো। সেইসব নোট খতিয়ে দেখে রায় দেওয়ার কথা আদালতের।

এ দিকে সুশান্ত সিং মামলা নিয়ে মুম্বাই পুলিশ চতুর্দিক থেকে কোণঠাসা হতেই আসরে নামলেন শিবসেনা মুখোপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউথ। যে ভাবে মোদি-শাহদের বাক্যবানে বিদ্ধ করেন, সে ভাবেই এ দিন সুশান্তের পরিবারকে মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়ে পাশে দাঁড়ালেন মুম্বাই পুলিশের। এ দিন তিনি বলেন, মুম্বাই পুলিশ তদন্ত এগোচ্ছে। এই অবস্থায় কথা না বলে সুশান্তের পরিবার তাঁদের সময় দিলেই ভালো।

যদিও উদ্ভব ঠাকরের ঘনিষ্ঠ এই সেনার মুখ খোলাকে ভালো ভাবে নিচ্ছে না সুশান্তের পরিবার। আসলে শিবসেনা নেতা মুখ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন বলে অভিযোগ পরিবারের।

এই অবস্থায় অবশ্য সবার নজর সুপ্রিম কোর্টের দিকে। আজই রায় হয় কি না তা নিয়ে কৌতূহল রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version