কলকাতা ব্যুরো: সবাই কি ভাবছেন, রাশিয়ায় ভ্যাকসিন এসেছে, আর চিন্তা নেই? ভারতে এলেই হল। বাড়ির কারও করোনা পজিটিভ রিপোর্ট এলে আর হাসপাতাল, ডাক্তার-বদ্যির দরকার হবে না। পাড়ার ওষুধের দোকান থেকে করোনার টিকা এনে ফুঁড়ে দিলেই হল?

আজ্ঞে না। বিষয়টা অত সহজ নয়। পাড়ার দোকানে আপনি পাবেন না। বড় দোকানেও কেউ আপনাকে বিক্রি করবে না। আসলে দোকানে করোনার ভ্যাকসিন বিক্রিই হবে না। রাশিয়াই বানাক আর ভারতেই তৈরি হোক, কোম্পানির গুদাম থেকে যাবে সরকারের মেডিক্যাল স্টোরে। তাও কোন রাজ্যের সরকার সরাসরি নিজেদের স্টোরে নিতে পারবে না। আমাদের কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, সেই অধিকার একমাত্র তাদের। বুধবার রাজ্যগুলির মধ্যে টিকাবন্টনের গাইডলাইন ঠিক করতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে একটা বৈঠক হয়ে গিয়েছে।

ঠিক হয়েছে, কোন রাজ্য করোনা ভ্যাকসিন কিনতে পারবে না। কেন্দ্রীয় ভাবে কিনবে ভারত সরকার। তারপর বিলি করা হবে রাজ্যগুলিকে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর যদি মনে করে আমার বা আপনার প্রয়োজন, তাহলে তারাই আমাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু এজন্য আমাদের ভ্যাকসিনের দাম দিতে হবে না? নাকি একসময় যেমন কলেরার টিকা বা ম্যালেরিয়ার ইঞ্জেকশন দেওয়া হত কিংবা আজকাল যেমন বাচ্চাদের পোলিও বা বিসিজি দেওয়া হয়, তেমনই বিনামূল্যে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন?

সেই সিদ্ধান্ত সরকারি স্তরে এখনও হয়নি বলেই জানা গিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version