কলকাতা ব্যুরো : সিমেন্স, জিএমআরের মতো ২৩ টি সংস্থা দেশে বেসরকারি ট্রেন চালাতে আগ্রহ দেখিয়েছে। বেসরকারি ট্রেন চালানোর ব্যাপারে প্রি আপলিকেশন কনফারেন্স ছিল গতকাল। ওই অনুষ্ঠানে যোগ দেন ২৩ টি কোম্পানির আধিকারিকরা। প্রথম বৈঠকে ১৬ টি সংস্থা অংশ নিয়েছিল। বুধবারের বৈঠকে যোগ দেয় বিইএমএল, আইআরসিটিসি, বিএইচইএল ইত্যাদি সংস্থাগুলি।

উল্লেখ্য বেসরকারি সংস্থাকে দিয়ে যাত্রীবাহী ট্রেন চালাবে ভারতীয় রেল। ১০৯ টি রুট ১৫১ টি ট্রেন চালানোর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চাইছে রেল। এর ফলে ৩০ হাজার কোটি বিনিয়োগ হবে বলে রেল সূত্রে খবর। পাটনা, সেকেন্দ্রবাদ, বেঙ্গালুরু, জয়পুর, প্রয়াগরাজ, হাওড়া, চেন্নাই, দিল্লি, মুম্বাইয়ের মত শহরকে ভিত্তি করে ১২ টি ক্লাস্টার এ ভাগ করা হয়েছে ট্রেনের রুট। চলতি অর্থবছরে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version