Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108
গত মাসের শেষের দিকে অর্থাৎ ৩০ অগস্ট ১৭৭৪৪ থেকে নিচের দিকে নামতে শুরু করে চলে আসে ১৭৪৯০ র ঘরে আজ ৫ সেপ্টেম্বর সেই গ্যাপ ডাউন কে পূরণ করতেই ১২৬ পয়েন্ট উপরে ১৭৬৬৫ তে বন্ধ হয় সূচক নিফটি। একই ছবি দেখা যায় বি এস ই সেনসেক্স এ ৫৯৫০২ তে থাকলেও নিচে নেমে এসে আজ আবার ইতিবাচক ৪৪২ পয়েন্ট বেড়ে ৫৯২৪৫ এ বন্ধ হয় সেনসেক্স।
নিফটির প্রতিদিনের ক্যান্ডেল বুলিশ ভাব রাখলেও সামনেই ১৭৭০০ রয়েছে প্রতিরোধ এলাকা, যা পেরোতে পারলেই পরবর্তী এলাকা হবে ১৭ ,৮৫০ তার পর ১৮ ,০০০। তবে নিচে র দিকে ১৭ ,৫০০ ও ১৭ ,৩০০ কাছে রয়েছে সমর্থন এলাকা। তবে পরবর্তী সমাবেশে বৈশ্বিক বাজার থেকে একটি ছোট ধাক্কা অবশ্যই সাম্প্রতিক যানজট পর্যায় থেকে ব্রেকআউটের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অনুপ্রেরণা প্রদান করবে। এর পরেই আশ্চর্য হওয়ার কোনো কথা থাকবে না যদি সূচক ১৭৮৫০ ও ১৮০০০ র ঘরে বন্ধ হয়। উল্টো দিকে ১৭ ,৫৪০ -১৭ ,৪৬০ র মধ্যেই ছোট ইন্ট্রাডে পতনের বিরুদ্ধে কিছু কুশন প্রদান করবে।
নিফটির বাকি শাখা গুলো আজ ভালোই সমর্থন করে বাজারকে। নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচকগুলি যথাক্রমে ০ .৪ শতাংশ এবং ১ .২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ভালোই রয়েছে অস্থিরতা র মাত্রা , ইন্ডিয়া ভিক্স এ এর মাত্রা ০ .৫৭ শতাংশ বেড়ে ১৯ .৬৬ স্তরে পৌঁছেছে যা বুল রানের পক্ষে নয়। ১৮ স্তরের নীচে বাজারের সাম্প্রতিক উচ্চতার দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুকূল। অপসন তথ্য মতে নিফটি অবিলম্বে ১৭ ,৫০০ -১৮ ,০০০ রেঞ্জে ট্রেড করতে পারে, যখন ১৭ ,০০০ -১৮ ,০০০ মধ্যে পার্শবর্তী হতে পারে।
নিফটির তুলনায় বেশি শক্তি শালী ব্যাঙ্ক নিফটি , তা বলার প্রধান কারণ ৩০ অগাস্ট ৩৯৪৯৬ তে শেষ হয় সূচক নিফটি ব্যাঙ্ক , এর পরেই সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই ৩৮৯১১ গ্যাপ ডাউন দিয়ে শুরু হলেও আজ সপ্তাহের প্রথম দিনেই ৩৯ ,৪১২ শুরু। এর পর কেবল একটি বড়ো ক্যান্ডেল দিয়েই পৌঁছায় ৩৯৭১৬ র ঘরে পরে অস্থিরতা দিয়েই ৩৮৮০৫ এ শেষ করে নিফটি ব্যাঙ্ক।
নিফটি ব্যাঙ্কের প্রদিনের চার্টে বুলিশ ক্যান্ডেল দেখা যাই যা আগামী সমাবেশে ইতিবাচক কের ইঙ্গিত। সূচকটি একবার উল্লিখিত বাধা অতিক্রম করে ৪১ ,০০০ -৪১ ,৫০০ জোনের দিকে উল্টোদিকে একটি শক্তিশালী পদক্ষেপ দেখতে পাবে। নিম্ন প্রান্তে, সমর্থন রয়েছে ৩৮ ,৮০০ থেকে ৩৮ ,৫০০ জোনে, যেখানে নতুন পুট লেখা দেখা গেছে।