Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108
গত কয়েকদিনে মার্কিন বাজার ও বিশ্ব শেয়ার বাজার গুলিতে সবুজের আবির্ভাব হয়ে , সপ্তাহের শুরুতেই আবার গ্যাপ আপ দিয়ে শুরু বাজার সূচক গুলির, প্রায় ৩২১.৯৯ দিয়ে শুরু করে বি এস ই সেনসেক্স , অন্য দিকে এস জি এক্স নিফটি শক্তি না দেখালেও শুরুতেই ১৭৮৯০ র গ্যাপ আপ দিয়েই শুরু করে নিফটি।
শুরুতেই সাম্যান্য আস্তে হলেও সারা দিনে বেশ উপরেই থাকে নিফটি। নিফটির এই উপরে থাকাকে বেশি ধরে রাখে নিফটি আইটি সূচক। এই ছাড়াও এই বুল রানে অংশগ্রহণ করে মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচকগুলি যথাক্রমে ১ শতাংশ এবং ১ .৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।
বুল রানকে আরো সমর্থন করে ইন্ডিয়া ভিক্স , কারণ আগের দিনের তুলনায় ১.২৪ শতাংশ কমে বর্তমানে রয়েছে ১৭.৯৪ র ঘরে। অর্থাৎ এই পুরো সপ্তাহে থাকতে পারে বুল রান যেতে পারে ১৮ ,২০০ –১৮ ,৩৫০ যদি নিফটি ১৭ ,৭০০ –১৭ ,৬০০ কে টিকিয়ে রাখতে পারে। নিফটিকে কালকের ইন্টরা ডে ট্রেডের ক্ষত্রে পর্যালোচনা করলে দেখা যাবে আজ গ্যাপ আপ শুরুর পরেই পার্শবর্তী এলাকায় ই বেশির ভাগ সময় কাটায় নিফটি , কাল নিফটি যদি ১৭৯০০ বা ১৭৮৬০ র কাছে নিচে এসে যদি সমর্থন পাই তবেই করা যাবে কল বাই। আবার যদি ১৮০০০ র কাছে প্রতিরোধ পেয়ে নিচে আস্তে থাকে সে ক্ষত্রে করতে হবে পুট বাই ।
আগের ধারা কে বজায় রেখে ব্যাঙ্ক নিফটি ৪০ ,৫৪০ -এ উচ্চতর শুরু করে এবং ৪০ ,৬৮৫ -এর উচ্চতায় ছুঁয়েছে, ৪০ ,৫৭৪ -এসে দিন বন্ধ করার আগে, আগের সেশন থেকে ১৫৮ পয়েন্ট বেড়েছে। তবে নিফটির থেকে বেশি ইতিবাচক রয়েছে নিফটি ব্যাঙ্ক। সেক্ষত্রে পুট বাই র দৃশ্য না এসে কালকের ক্ষত্রে ৪০৬৭০ র উপরে ১৫ মিনিটের সময়ে সবুজ বুলিশ ক্যান্ডেল পেলেই করতে হবে কল বাই।