কলকাতা ব্যুরো: অক্টোবরের শুরুতে তিনদিন বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল। ২,৩ এবং ৪ অক্টোবর বন্ধ থাকবে ওই উড়ালপুল (বিদ্যাপতি সেতু)। ওই সময়ে উড়ালপুলের নিচ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল যাবে। মেট্রোর কাজের জন্যই সেটি বন্ধ রাখা হবে। যানবাহন চলাচল কিভাবে হবে তা নিয়ে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বিস্তারিত পরিকল্পনা করা হচ্ছে।
তবে এবার ট্রাফিক পুলিশের কাজটি অনেকটাই সোজা হবে। কারণ সেতুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য সাম্প্রতিক অতীতেও দিন কয়েক বন্ধ রাখা হয়েছিল ওই সেতুতে যান চলাচল। বিকল্প ব্যবস্থা করতে হয়েছিল পুলিশকে। এবার তাই কাজটি খানিক সোজা হবে।
এদিকে ৪ অক্টোবর থেকে রবিবারও মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। লক ডাউনের পর ক্রমশ যাত্রী সংখ্যা বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেয় মেট্রো রেল। এর ফলে সপ্তাহে সাত দিনই চলবে মেট্রো।