কলকাতা ব্যুরো : ডেবিট কার্ড আপগ্রেডেশন করা হবে। এই বলেই ফোন আসে বরানগরের বাসিন্দা অর্ণব ভট্টাচর্য্যের কাছে। ফোনে এক ব্যক্তি নিজেকে ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের কর্মী বলে পরিচয় দেন। জানান ফোনের মাধ্যমে ডেবিট কার্ড এর মাইক্রোচিপ এর আপগ্রেডেশন চলছে। আপগ্রেডেশন হলে অর্ণব বাবু এ টি এম থেকে নির্দিষ্ট পরিমাণ বেড়ে যাবে। কথার মাঝেই অর্ণবের কাছে আর একটি ফোন নম্বর চাওয়া হয়। সেই নম্বর এ সাংকেতিক ভাষায় বিভিন্ন মেসেজ আসে।
ফোনে কথা বলা লোকের মোবাইল নম্বর এ সেই মেসেজ ট্রান্সফার করার পর ই ঘটে যায় বিপত্তি। কথোপকথন শেষে ফোন রেখে অর্ণব দেখেন তার একাউন্ট থেকে ৩৫ হাজার টাকা গায়েব। বারাকপুর সিটি পুলিশের সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অর্ণববাবু।