কলকাতা ব্যুরো: সেমসাইড। কিন্তু উপায় নেই। রাজধর্ম বলে কথা। বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে নালিশ ঠুকতে হল মোদীর সরকারকে। মোট চারটি রাজ্যের বিরুদ্ধে অভিযোগ একেবারে সুপ্রিম কোর্টে। তবে শুধু বিজেপি নয়, বিরোধী শাসিত রাজ্যও আছে দুটো। অপরাধ কী?
স্বাস্থ্যকর্মীদের নিয়মিত বেতন দিচ্ছে না এই চার রাজ্য সরকার। অথচ এই স্বাস্থ্যকর্মীরাই প্রথম সারির করোনা যোদ্ধা। এঁদের বেতন কোনভাবেই আটকানো যাবে না বলে কড়া নির্দেশ আছে শীর্ষ আদালতের। নির্দেশ অমান্য করলে শাস্তির বিধানও আছে। অভিযোগ, তবু স্বাস্থ্যকর্মীদের সময় মতো মাইনে দিচ্ছে না চার রাজ্য। এর মধ্যে বিজেপি শাসিত কর্ণাটক ও ত্রিপুরার পাশাপাশি পঞ্জাব ও মহারাষ্ট্র আছে।
সুপ্রিম কোর্টে বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ উল্টে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে চেপে ধরে। ওরা না হয় নির্দেশ মানছে না। আপনারা তো অসহায় নন। আপনারা করছেনটা কী? বিপর্যয় মোকাবিলা আইনে পদক্ষেপ করুন। কেন্দ্র এখন বিজেপি শাসিত রাজ্যকে কি শাস্তি দেবে