কলকাতা ব্যুরো: নেপালের এক সাংবাদিকের রহস্যজনক মৃত্যুর সঙ্গে চিন সম্পর্কিত একটি খবরের যোগ আছে বলে জল্পনা শুরু হয়েছে।
নেপালের কিছু ভূখণ্ড চিন দখল করে আছে বলে তথ্য, প্রমাণ সহ খবর ফাঁস করেছিলেন ওই সাংবাদিক। কীর্তিপুর ডেইলি নামে সংবাদপত্রে প্রকাশিত ওই খবরে জানানো হয়, নেপালের গোর্খা জেলায় রুই গ্রামটি এখন চিনের দখলে। গ্রামটি একেবারে তিব্বত লাগোয়া। চুমুবাড়ি গ্রামীণ পুরসভার প্রেসিডেন্ট বীরবাহাদুর লামাও স্বীকার করেছেন যে, ওই গ্রামের বাসিন্দারা নেপালকে ভূমিরাজস্ব জমা করলেও এলাকাটি এখন চিনের দখলে।
এই খবরে প্রবল অস্বস্তিতে পড়ে বর্তমান নেপাল সরকার। বিশেষ করে ভারতীয় তিনটি গ্রামকে অন্তর্ভুক্ত করে নেপাল সংসদে নতুন মানচিত্র অনুমোদনের পিছনে চিনের মদত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি নেপাল সরকারকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলে।
রহস্যজনক ভাবে এই খবর প্রকাশের পর দেহ পাওয়া গেল ওই সাংবাদিকের। তাঁর নাম বলরাম বানিয়া। নেপালের মাকওয়ানপুর জেলায় বালখু গ্রামের কাছে বাঘমতিতে তাঁর দেহ ভাসতে দেখা যায়। নেপালের বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনাটির তীব্র নিন্দা করে এই মৃত্যুর তদন্তের আদেশ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। বছর ৫০-এর বলরাম বানিয়া সত্যনিষ্ঠ খবর পরিবেশনের জন্য জনপ্রিয় ছিলেন।
Previous Articleলস্করের সঙ্গেই মাথাব্যাথা কেএলও
Next Article শেষ মুহূর্তের প্রস্তুতি
Related Posts
Add A Comment