কলকাতা ব্যুরো : এই বারে ওয়েললিংটন নাগরিক কল্যাণ সমিতির পূজো ৩১ বছরে পা দিলো। কলকাতার অন্যতম সেরা পুজোর মধ্যে একটি। এই বারে এই পুজোর থিম ” দর্পণে দূর্গা “। এই থিমের বৈশিষ্ট্য বোঝালেন সমিতির সদস্য সুস্মিত বরুয়া।
দর্পণ এমন এক বস্তু যেখানে সমস্ত বস্তুর প্রতিফলন দেখা যায়। অর্থাৎ জীব, জড় যা কিছু আছে এই ভূমন্ডলে তার এক প্রতিমূর্তি ধরা পড়ে এই আরসি ফলকে। সেটাই সমিতি সদস্যরা বেছে নিয়েছেন এবারের কাজ হিসাবে। সেই ফলকের মাধ্যমেই তারা দেখতে চান এখনকার সমাজকে। এবং নিজেদের ও দেখতে চান। সুস্মিত বাবু জানান , ‘আজ এই মহামারী আমাদের শিখিয়েছে পৃথিবীতে ও সমাজে অবহমান কাল ধরে থেকে যাওয়া বহু নিয়ম যেগুলি আমাদের হিতের জন্য ছিল। কিন্তু তার ব্যবহার আমরা করিনি এতকাল। প্রকৃতির সময়ের এই পরিবর্তন আমাদের সেই সবকিছু করতে বাধ্য করেছে আমাদের একটা শৃঙ্খলা এনেছে। ইচ্ছা বা অনিচ্ছা সত্বেও আজ আমরা বাধ্য সেই সব কিছু করতে। আর এই অভ্যাসের শিক্ষাকালে আমার সাথে সব সময় যিনি ছিলেন তিনি দুর্গা, যিনি আমার স্বপনে, শয়নে ও মননে।’
তবে পূজো অত বড় করে হবে না এবার। অর্থের কাটছাঁট করতে হযেছে। এবারের পুজোর প্রতিমা শিল্পী নব পাল। রাজ্য করনার যে সমস্ত নিয়ম বেঁধে দিয়েছে তা মেনেই পূজো করবে এই সমিতি।