কলকাতা ব্যুরো : বহুদিন থেকে নিউ আলিপুরের সুরুচি সংঘ মানুষের পাশে এসে দাড়িয়েছে। করনা শুরু হবার দিন থেকেই মানুষের সেবা কাজে নিয়োজিত এই ক্লাবের সব সদস্যরা। মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এই ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই দান করা হয়েছে প্রায় ২ লক্ষ ১ হাজার টাকা। এছাড়া ছোটো ছোটো ছেলেমেয়েদের মধ্যে প্রায় ১০হাজার টাকার জামা কাপড় বিলি করা হয়েছে ইতিমধ্যেই। এবারের মহামারীতে কলকাতার মানবিক মুখটাই তুলে ধরতে চেষ্টা করছেন ক্লাব কতৃপক্ষ। সেজন্যই ক্লাবের এবারের থিমের নাম ” এবার উৎসব নয় হোক মানুষের পূজো” জানালেন ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি দেবাশীষ দাস।

এবারে ৬৭ বছরে পদার্পণ করলো এই দুর্গোৎসব। কিন্তু পূজো ছোটো করতে হয়েছে এই বছর। সামাজিক কাজেই ব্যয় বেশি হচ্ছে এই বছর ক্লাবের। যারা আগের বছর এই পুজোয় কাজকর্ম করেছেন তাদের দিয়ে এই বছর ও কাজ করানো হচ্ছে। কিন্তু এর আগের বছরের হিসাবেই তাদেরকে টাকা দিচ্ছেন পুজোর কর্মকর্তারা। এবার বিজ্ঞাপনের ঘাটতি আছে। তাই আগের বারের ৪৮ – ৫০ লক্ষের পূজো এবারে এসে থেকেছে ২৭ – ৩০ লক্ষে।

Share.
Leave A Reply

Exit mobile version