কলকাতা ব্যুরো : নব্বই বছরে সাদামাটা থিম। সীমিত বাজেটে পূজো। রঙের ছিমছাম খেলা। এটাই এবার ঐতিহ্যশালী দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কের বৈশিষ্ট্য। হিন্দুস্থান পার্কে এবারের থিম তাই “মানত” ।

এবারে এই কঠিন মহামারি থেকে মুক্তির নিশ্বাসের জন্য পূজো হবে হিন্দুস্থান পার্কে। মণ্ডপ জুড়ে থাকছে তাই রোগমুক্তির প্রার্থনায় রঙিন ধাগার বুনন। শিল্পী এবার রিনটু দাস। তার ই হাতের কাজ সেজে উঠেছে মণ্ডপ। কল্পনার ছোঁয়ায় এক টুকরো গ্রমেকে ফুটিয়ে তুলেছেন শহরের মাঝে। প্রত্যন্ত গ্রাম। সেখানে রয়েছে মানতের থান। প্রদীপ ঝুলছে, দেবদেবীর নানা মূর্তি । আর তার সামনে মানত করে ঝুলিয়ে রাখা রংবেরঙের ধগায় ছোটো ছোটো ধিল। এই সবের সঙ্গে সাযুজ্য রেখে প্রতিমা। সিঁদুর লাগানো কোষ্ঠী পাথরের দূর্গা মূর্তি।

নিউনর্মালের সমস্ত সরকারি নিয়ম কানুন মেনে পূজো। দর্শনার্থীর থার্মাল গানে টেস্ট করে মণ্ডপে প্রবেশের ব্যবস্থা। ঢোকার সময় হাতে দেওয়া হবে স্যানিটাইজার, মুখে রাখতে হবে মাস্ক। ১৫ জনের বেশি দাড়াতে পারবেন না মণ্ডপে। থাকছে মণ্ডপের সামনে জরুরি চিকিৎসার ব্যবস্থা। করোনা যাতে মণ্ডপের কাছাকাছি ঘেঁষতে না পারে তার জন্য থাকছে সজাগ ব্যবস্থা।

Share.
Leave A Reply

Exit mobile version