কলকাতা ব্যুরো: করোনা এবং লক ডাউন পরিস্থিতিতে কমবেশি ভুগেছেন সবাই। কিন্তু বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রনা, কর্মহীনতা ছিলো লাগামছাড়া। যা শুধুমাত্র রাজনৈতিক মহলেই নয়, নজর কেড়েছে সব পক্ষেরই। এবার করোনা আবহে অনুষ্ঠিত হতে চলা কলকাতার দুর্গাপুজোয় বেশ কয়েকটি পুজো কমিটি তাদের বিষয় ভাবনা করেছে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণাকে।

যেমন সল্টলেকের একে ব্লকের একটি পুজো কমিটির প্রবেশ পথ এবং মণ্ডপের অন্দরেও তুলে ধরেছে সেই যন্ত্রণার ছবি। আবার ধরা যাক কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের পুজোতেও এবার বিষয় ভাবনা হিসেবে তুলে ধরা হয়েছে একই বিষয়কে। বেহালার বরিশা ক্লাবেও এবার দেবী দুর্গা পরিযায়ী শ্রমিকদের মা। মাতৃ মুর্তিতেও দেখা যাচ্ছে, তিনি সন্তান কোলে নিয়ে পাড়ি দিচ্ছেন এক শহর থেকে অন্য শহরের উদ্দেশে।

Share.
Leave A Reply

Exit mobile version