কলকাতা ব্যুরো : রঙের কারখানায় কাজ করতেন ছয় শ্রমিক। করোনা অতিমারিতে বন্ধ হয়ে গেলো রং কারখানা। দুর্দশার অন্ত নেই তাদের। নুন আনতে পান্তা ফুরোয়। হ্যাঁ। এটাই এবার পুজোর থিম বকুলবাগান সার্বজনীন দুর্গোৎসবের। থিমটা প্রতীকি। সাধারণ মানুষের দুঃখ – দুর্দশার কাহিনী। ভয়াল এই করোনার গ্রাস থেকে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, শ্রমিককে মুক্তির পথ দেখানোই উদ্দেশ্য বকুলবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির। থিমের নাম তাই এবার “রং বেরং”।
এবারের প্রতিমা শিল্পী পরিমল পাল। বরাবর প্রতিমাকে সুন্দর করে শৈল্পিক ছোঁয়া দিয়ে সাজিয়ে তোলে বকুলবাগান সার্বজনীন। ওখানকার সেক্রেটারি গৌরব দত্ত জানালেন সর্বরী রায়চৌধুরী, পরেশ মাইতি,লীলা মজুমদার এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই পূজো কমিটির প্রতিমায় রূপ দানের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন। এবারও মণ্ডপের থেকে প্রতিমার ওপর জোর দিচ্ছেন এই কমিটি। তবে বেশি কর্পোরেট স্পন্সর পাওয়া এবারে সম্ভব নয়। সাধ্যের মধ্যেই সাধ মেটাবেন বকুলতলা সার্বজনীন উদ্যোক্তারা।