কলকাতা ব্যুরো: আত্মনির্ভর ভারত অভিযানে সামিল প্রতিরক্ষা মন্ত্রক। বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম আর বিদেশ থেকে কেনা হবে না। রবিবার ছুটির দিনে সকাল সকাল ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি জানিয়েছেন, বেশ কিছু সরঞ্জামের জন্য দেশীয় উৎপাদনের ওপরই নির্ভর করা হবে।
১০১টি সরঞ্জাম বিদেশ থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করলো তাঁর মন্ত্রক। এই নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে একটি সময়সীমাও ঠিক করা হবে। চলতি আর্থিক বছরে এই উদ্দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেটকে দুই ভাগ করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, চলতি বছরে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য ৫২ হাজার কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে বাজেট বরাদ্দ থেকে। বিদেশ থেকে সরঞ্জাম আমদানিতে আলাদা বরাদ্দ থাকবে।