কলকাতা ব্যুরো : প্রাক্তন অর্থসচিব এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব কুমার দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন।

১৯৮৪ সালের ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস অফিসার রাজীব কুমার। গত ২৯ এপ্রিল অর্থ সচিবের পদ থেকে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি। তিনি তিন বছরের জন্য পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে প্রায় তিরিশ বছর বিভিন্ন কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

প্রযুক্তির ব্যাবহার করা এবং চালু নীতিগুলিকে সংশোধনের মাধ্যমে আরো স্বচ্ছ করে তোলার ব্যাপারে কাজ করতে ইচ্ছুক তিনি। একই সঙ্গে মধ্যস্থতাকারীদের সরিয়ে সাধারণ মানুষকে সরাসরি পরিষেবা দেওয়া তার লক্ষ বলে জানান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version