কলকাতা ব্যুরো: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মৃত্যুতে দেশে এখন সাত দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। ফলে যে কোন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার রীতি পালন করা হচ্ছে। এরইমধ্যে মঙ্গলবার শহরের রাস্তায় একটি বাণিজ্যিক চার চাকার গাড়িতে জাতীয় পতাকার অপব্যবহার দেখে এক আইনজীবী প্রতিবাদ করলেন। এদিন দুপুরে বউবাজার থেকে বিবাদীবাগ মু খী একটি ট্যাক্সি কে এমনভাবে জাতীয় পতাকা কোনরকমে পিছনের অ্যান্টেনায় বেঁধে নিয়ে যেতে দেখেন ওই আইনজীবী। তিনি ছিলেন তার পিছনের গাড়িতে। সেখান থেকেই তিনি ছবি তুলে টুইট করেন।

সেই জাতীয় পতাকার ছবি তুলে তিনি টুইট করেন কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের কাছে তার বক্তব্য, জাতীয় পতাকা মূল্য দেওয়া উচিত। কিন্তু তা এখানে বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে তার বক্তব্য, একদিকে যেমন রাষ্ট্রীয় শোক চলছে তারমধ্যে আজ পুলিশ দিবস। ফলে সেখানে কোথাও জাতীয় পতাকার অবমাননা মেনে নেওয়া কষ্টকর।
একজন নাগরিক হিসেবে তাই তিনি একটি গাড়ির পিছনে উড়তে থাকা ছেড়া, নোংরা জাতীয় পতাকার ছবি তুলে দেন টুইটারে। কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস তার টুইটে উল্লেখ করেন, জাতীয় পতাকা ব্যবহার করার ক্ষেত্রে যে সমস্ত বিধি আছে তাও।

কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশের তরফে তার কাছে টুইট করে তার অভিযোগ গ্রহণ করা হয়েছে তা জানানো হয়। অরিন্দম বাবু বক্তব্য, বিষয়টিকে এড়িয়ে গেলে এড়ানোই যায়, কিন্তু শহরের রাস্তায় একটি গাড়িতে এভাবে জাতীয় পতাকা অপব্যবহার হচ্ছে, যা দেখে সুস্থ কোনো নাগরিকের পক্ষে তাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই শুধুমাত্র নাগরিক সচেতনতা জন্যই আমার মনে হয়েছে এটার দিকে নজর দেওয়া উচিত। কলকাতার রাস্তায় শুধু নাগরিকরাই নয়, এত পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছেন, তারাও কোন সময় মনে করেন না যে, এই ধরনের একটা ঘটনাকে অন্তত সতর্ক করা উচিত, শাস্তি না হয় অন্য প্রসঙ্গ।

এই আক্ষেপ থেকেই তিনি নজরে পড়ায় জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বলে বক্তব্য তার।

Share.
Leave A Reply

Exit mobile version