কলকাতা ব্যুরো: পূর্বাভাস সত্যি করেই বুধবার বৃষ্টিতে ভিজলো শহর। দফায় দফায় বৃষ্টি নামলো চতুর্দিকে। উত্তরের বেশ কিছু রাস্তা জলমগ্ন হলো। কালীঘাটের বৃষ্টির সঙ্গেই ভরা কোটালে জলমগ্ন হলো বহু এলাকা। আদি গঙ্গার জল উপচে নেমে এলো রাস্তায়। ডুবলো খালের ধারের বেশ কিছু ঘর।
বিকেলের দিকে ঝেঁপে বৃষ্টিতে বাড়তি ঝামেলা পোহাতে হলো অফিস ফেরত যাত্রীদের। এমনিতেই লকডাউন পরবর্তী শহরে যানবাহন এখনো স্বাভাবিক নয়। তারইমধ্যে বৃহস্পতি ও শুক্র ফের রাজ্যের লকডাউন। তারপরের দু’দিন সরকারি ছুটি। এই অবস্থায় বুধ সন্ধ্যায় ঘরে ফেরার তাড়া সকলের। কিন্তু বৃষ্টি মাথায় করে বাস স্ট্যান্ডে অপেক্ষায় বহু যাত্রী। পর্যাপ্ত বাস না থাকায় ভোগান্তি বাড়লো নাগরিকদের।