কলকাতা ব্যুরো: বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি লক্ষীবারেও জারি রইলো। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজলো শহর। এমনিতে সাপ্তাহিক লক ডাউনের প্রথম দিনে রাস্তা ছিল ফাঁকাই। তার উপরে বৃষ্টি। ফলে শ্যামবাজার থেকে ধর্মতলা হয়ে গড়িয়াহাট, যাদবপুর-ট্রাফিক পুলিশ ছাড়া তেমন ভাবে লোকজন দেখা যায়নি শহরে। জরুরি পরিষেবায় যুক্ত কিছু গাড়ি বেরিয়েছে। কিন্তু তাও কম।
দুপুরের দিকে বৃষ্টি কিছু সময়ের জন্য বিরতি দেওয়ায় আবার রাস্তায় কিছু লোক চলাচল চোখে পড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তিনদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
গতকাল সকাল আটটা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত কলকাতায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৩০.২ মিলিমিটার।
রাত একটা থেকে সকাল দশটা পর্যন্ত কলকাতা শহরে বৃষ্টিপাতের পরিমাণ
মানিকতলা ৬ ( মিলিমিটার)
বীরপাড়া ১১ ( মিলিমিটার)
বেলগাছিয়া ৪ ( মিলিমিটার)
ধাপা ১০ ( মিলিমিটার)
তপসিয়া ১২ ( মিলিমিটার)
উল্টোডাঙ্গা ৯ ( মিলিমিটার)
পামার বাজার ৪ ( মিলিমিটার)
ঠনঠনিয়া ৮ ( মিলিমিটার)
বালিগঞ্জ ১৫ ( মিলিমিটার)
মোমিনপুর ২০ ( মিলিমিটার)
চেতলা ২০ ( মিলিমিটার)
কালীঘাট ১৭ ( মিলিমিটার)
দত্ত বাগান ৬.৫ ( মিলিমিটার)
বেহালা ৩০ ( মিলিমিটার)