কলকাতা ব্যুরো : ফেসবুক ইস্যুতে শাসক দল বিজেপি কে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। ফেসবুক-র মাধ্যমে তীব্র বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি নেতৃত্ব। এই অভিযোগ করে এক বিদেশি প্রকাশনা সংস্থা একটি খবর করে রবিবার। তারপরই কংগ্রেসের পক্ষ থেকে সেই খবর হাতিয়ার করে বিজেপি কে আক্রমণ করেন রাহুল। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, শাসক দল বিজেপির নেতা ও কর্মীরা বিদ্বেষমূলক বক্তব্য ও আপত্তিকর বিষয়বস্তু প্রচার করার জন্য ফেসবুক ব্যবহার করছে।
এদিকে ফেসবুকের এক কর্মকর্তা জানিয়েছেন যে তাকে এক বিজেপি নেতা এমনও জানিয়েছেন যে ফেসবুক যদি বিজেপি-র বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তবে ভারতে তাদের সংস্থার ব্যাবহার ক্ষতি করা হবে। প্রবীণ কংগ্রেস নেতা শশী থারুর ও এই বিষয় নিয়ে শাসক দলের নিন্দা করেছেন।