কলকাতা ব্যুরো: পুরীর জগন্নাথ মন্দিরে এখন ত্রাহি ত্রাহি রব। প্রায় চারশ জন সেবায়েত ও আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে মারা গিয়েছেন বেশ কয়েকজন সেবায়েত। এই অবস্থায় এখনই পুরীর কোন ধর্মীয় স্থান না খোলার ব্যাপারে হাইকোর্টের কাছে আর্জি জানিয়েছে উড়িষ্যা সরকার।
একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে উড়িষ্যা সরকারের তরফে আদালতকে জানানো হয়েছে মন্দিরের ৩৫১ জন সেবায়েত ও ৫৩ জন আধিকারিক এখন করোনা আক্রান্ত। মন্দিরের গর্ভগৃহে জায়গা অত্যন্ত কম। ফলে এই অবস্থায় ভক্তদের জন্য মন্দির খুলে দিলে সংক্রমনের আশংকা বাড়বে। আগামী নভেম্বরে পুরীর মন্দিরে নাগার্জুন বেশ পরিবর্তনের কথা ছিল জগন্নাথের। ২৬ বছর পর এবার সেই অনুষ্ঠানের আয়োজন ছিল। কিন্তু সে অবস্থায় তার বন্ধ হতে বসেছে। ফলে পুরী যাতায়াতের জন্য ট্রেন চালু হলেও, ভুলেও পর্যটকরা যাতে মন্দিরে না যান এখন সেই চেষ্টা করছেন পুরী জেলা প্রশাসন।
প্রাথমিকভাবে হিসেব বলছে, পুরীতে সাধারণ সময় প্রতিদিন কমপক্ষে ৩০ হাজার পুণ্যার্থী মন্দিরে পুজো দিতে যান। কিন্তু মার্চ মাস থেকে মন্দির বন্ধ হওয়ার আগে থেকেই সেই সংখ্যা কমতে শুরু করেছে। পুরী জেলা প্রশাসনের এক হিসেব অনুযায়ী, ২০ মার্চ জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়েছিলেন মাত্র হাজার দশেক ভক্ত। ১৭ মার্চ থেকে পরপর তিন দিনে মন্দিরের দান বাক্সে জমা হয়েছিল তিন লক্ষ ৩৬ হাজার ৩১৭ টাকা, তিন লক্ষ ৩৩ হাজার ৭৫১ টাকা ও দু লক্ষ ৪৯ হাজার টাকা। বর্তমানে পুরী জেলায় ন হাজার ৭০৪ জন করোনা আক্রান্ত। জেলায় মারা গিয়েছেন ৫২ জন।