কলকাতা ব্যুরো: প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও সংকটজনক। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দিল্লির রিসার্চ অ্যান্ড রেফারেল আর্মি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রাক্তন রাষ্ট্রপতি ওই হাসপাতালে এখন চিকিৎসাধীন। ওই হাসপাতালে সোমবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। তারপর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ৮৪ বছর বয়সী প্রণববাবুকে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোন উন্নতি দেখা যাচ্ছে না। অস্ত্রোপচারের পরেই চিকিৎসকরা জানিয়েছিলেন, ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।