কলকাতা ব্যুরো: দীর্ঘ রাজনৈতিক জীবন সোমেন মিত্রের। কংগ্রেস রাজনীতিতে পরিচিত ছোড়দা নামে। প্রথম বিধায়ক হন ১৯৭২ সালে। শিয়ালদহ ছিল তাঁর নির্বাচনী কেন্দ্র। ১৯৭৭-এ অবশ্য জনতা দলের হয়ে বিধানসভায় জেতেন। এরপর ১৯৮২ থেকে ২০০৬ পর্যন্ত একটানা বিধায়ক ছিলেন শিয়ালদহে। ২০০৮-এ কংগ্রেস ছেড়ে নিজের দল গড়েন প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস। পরে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের টিকিটে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। মতবিরোধের কারণে পরে আবার কংগ্রেসে যোগ দেন। ২০১৮-তে তাঁকে আবার প্রদেশ সভাপতি মনোনীত করে কংগ্রেস হাইকমান্ড।