কলকাতা ব্যুরো: দমদম বিমানবন্দর এলাকা থেকে দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগান যাওয়ার জন্য বাসে উঠেছিলেন এক মহিলা। কিছুক্ষণ পরে তিনি জানতে পারেন বাসটি তার গন্তব্য পর্যন্ত যাবে না। তখন তিনি তড়িঘড়ি লেকটাউন এলাকার দক্ষিণ দাড়ি বাসস্ট্যান্ডে নেমে পড়েন। অন্য বাসের অপেক্ষায় থাকাকালিন ফাঁকা বাসস্ট্যান্ডে এক ব্যক্তি এসে তার সঙ্গে কুৎসিত ভাবে কথাবার্তা বলতে থাকেন। এমনকি তার শ্লীলতাহানীর চেষ্টা করেন বলে অভিযোগ।
ভদ্রমহিলা ওই অবস্থাতেও ঠান্ডা মাথায় মোবাইলে গোটা ঘটনা ফেসবুক লাইভ এর মাধ্যমে তুলে ধরেন নিজের টাইম লাইনে। ঘটনাটি ২২ সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় ঘটে।
লেকটাউন থানার পুলিশ সেই ফেসবুক লাইভ দেখে নিজেরাই একটি অভিযোগ দায়ের করে। পুলিশের কাছে একমাত্র মহিলার ফেসবুক লাইভে তোলা ওই ব্যক্তির মুখের ছবি ছিল এবং কথাবার্তা বলতে গিয়ে তিনি রাসবিহারীর বাসিন্দা বলে জানিয়েছিলেন। বিধাননগর সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং সাইবার সেল যৌথভাবে তদন্ত চালিয়ে বৃহস্পতিবার রাসবিহারী এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাসবিহারী এলাকার কয়েকটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশন নির্দিষ্ট করার পরেই অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নাগরিকরা। একইসঙ্গে একদিকে বিভিন্ন সময় পুলিশের উদাসীনতা নিয়ে যেমন প্রশ্ন ওঠে, তেমনি এই ঘটনায় পুলিশের সক্রিয়তা এবং চেষ্টা অন্যতম ইতিবাচক দিকের নজির বলেই মনে করছেন নাগরিকরা।