পুলিশের জালে ২০৪ জন
কলকাতা ব্যুরো: শনিবারের লকডাউনে কলকাতা শহরে সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায় বেরোনোর প্রবণতা লক্ষ্য করা গেছে। এ দিন শহরের বিভিন্ন প্রান্তে লকডাউন ভাঙায় ধরপাকড় চালিয়েছে পুলিশ। এ দিন বেলা ১২ টা পর্যন্ত কলকাতা পুলিশের দেওয়া হিসেব অনুযায়ী বেআইনি ভাবে লকডাউন ভেঙে ঘোরাফেরার জন্য ২০৪ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ। একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। মাস্ক না পরায় ১৮২ জন ও প্রকাশ্যস্থানে থুথু ফেলায় ২০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আবার শুক্রবার লকডাউন না থাকলেও ওই দিন আইন না মানা ও বিপর্যয় মোকাবিলা আইনে ৬২৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় পুলিশ। আইন ভাঙায় ৬৫ টি গাড়ি বাজেয়াপ্ত হয়। মাস্ক না ব্যাবহার করায় ৬২৬ ও প্রকাশ্যে থুতু ফেলায় ৫৬ টি ঘটনা চিহ্নিত হয়েছে।