কলকাতা ব্যুরো: কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ ভিডিও বৈঠক করতে গিয়ে বেশ কিছু দাবির মুখে পরতে হলো প্রধানমন্ত্রীকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, মহামারি ও বিপর্যয় মোকাবিলায় ও স্বাস্থ্য পরিকাঠামো গড়ার জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্ধ করা হোক। এর আগে এই খাতে ৭১২ কোটি ৬৪ লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা হলেও তার থেকে দুটি পর্যায়ে ৫১২ কোটি ৬৪ লক্ষ টাকা এখন পর্যন্ত তাঁর রাজ্য পেয়েছে বলে ওই বৈঠকে জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
আবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিং প্রধানমন্ত্রীর ওই ভিডিও বৈঠকে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে আরো বেশি আর্থিক সহায়তার দাবি তুলেছেন।
এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনা মোকাবিলার ওই রিভিউ বৈঠকে রয়েছেন।