কলকাতা ব্যুরো: আনারস স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপযোগী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার পাশাপাশি হাড় মজবুত করতেও সাহায্য করে। তবে আনারসের ছালও যে কাজে লাগতে পারে, তা কী জানেন? আনারস খাওয়ার পর তার ছাল আমরা সকলেই ফেলে দিই। কিন্তু আনারসের ছালেও ভিটামিন সি, ম্যাগনেশিয়াম থাকে, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। সে ক্ষেত্রে এর ছাল খাওয়া না-গেলেও রূপচর্চার কাজে লাগানোই যায়। আনারসের ছাল দিয়ে তৈরি স্ক্রাব ত্বক পরিষ্কার করতে পারে। আনারসের ছালের সঙ্গে আধ কাপ চিনি ও সামান্য গোলাপ জল মিশিয়ে স্ক্রাব তৈরি করা যেতে পারে। তবে চিনি ব্যবহারের সময় সেটিকে সামান্য গুঁড়ো করে নেওয়া ভালো কারণ স্ক্রাব রগরানোর ফলে চিনির শক্ত ও কঠোর দানা ত্বকে ঘা করতে পারে।

কী ভাবে স্ক্রাব বানাবেন-

গ্রাইন্ডারে আনারসের ছাল বেটে নিন। তার পর এতে চিনি ও গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। জল দিয়ে গা ধোয়ার পর স্ক্রাব দিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর আবার গা ধুয়ে নিন। আনারসের ছাল দিয়ে তৈরি স্ক্রাব ত্বককে ভিতর পর্যন্ত এক্সফলিয়েট করে। ত্বকে লাগাতার একাধিক প্রোডাক্ট ব্যবহারের ফলে শরীরে নানান চিহ্ন দেখা দেয়। আবার ডার্ক স্পটসও দেখা যায়। এই দাগ-ছোপ পরিষ্কার করতে আনারসের স্ক্রাব সাহায্য করে। এর ফলে ডার্ক স্পট কমতে শুরু করে ও মৃত ত্বকগুলিও বেরিয়ে যায়। সপ্তাহের দুবার এই স্ক্রাব ব্যবহার করা উচিত।

এছাড়াও আনারসের রস ত্বককে হাল্কা ও উজ্জ্বল করতে সাহায্য করে, পাশাপাশি নখ মজবুত করতে ও ক্যুটিকল্স সরাতেও এটি উপকারী।

Share.
Leave A Reply

Exit mobile version