কলকাতা ব্যুরো: করোনা গ্রাফের নিম্নগামিতা যে একেবারেই সাময়িক ব্যাপার ছিল, তা এখন স্পষ্ট। দৈনিক সংক্রমণ ৫৫ হাজারে নেমে যাওয়ার পর পরপর দুদিন আবার আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। বুধবারের পরেও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৭,৭০৮ জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দেশে ৭৩ লক্ষ (৭৩, ০৭,১৯৮) পার হয়ে গেল। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা উত্তরপ্রদেশের একসময়ের অবিসংবাদী নেতা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপসর্গ না থাকলেও বয়সের কথা মাথায় রেখে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থতা অনেক বেড়েছে, কমেছে মৃত্যু। এইসময়ে সংক্রমণ মুক্তের সংখ্যা ৮১,৫৪১, মৃত্যু হয়েছে ৬৮০ জনের। ১১ লক্ষের বেশি করোনা টেস্ট হয়েছে এইসময়ে। দেশে বৃহস্পতিবার পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯ কোটিরও বেশি।

Share.
Leave A Reply

Exit mobile version