কলকাতা ব্যুরো: রাজ্যে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে আলোচনা করতে দিনক্ষণ ঠিক করার জন্য স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। ওই চিঠিতে রা জ্যে লোকাল ট্রেন চালানো যায় কিনা সেই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার রেলের তরফে রাজ্যকে এ ব্যাপারে চিঠি দিয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল। সম্প্রতি বিভিন্ন রেল স্টেশনে রেল কর্মীদের জন্য চলা স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রী উঠে পড়া নিয়ে গোলমাল ভাঙচুর হয়েছে। কয়েকদিন আগেই বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত দুর্গা পুজোর আগেই এরাজ্যে লোকাল ট্রেন চালুর জন্য অনুরোধ করে চিঠি দিয়েছিলেন রেল মন্ত্রীকে।

যদিও রাজ্যের তরফে জানানো হয়েছে, দূর্গা পূজার আগে লোকাল ট্রেন চালু করতে আপত্তি রয়েছে সরকারের। কেননা যেভাবে সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে, তাতে লোকাল ট্রেন চালানো হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছে সরকার। তাই অন্তত দুর্গাপূজা মরসুম পার হওয়া পর্যন্ত এ ব্যাপারে অপেক্ষা করতে চাইছিল রাজ্য।

কিন্তু একদিকে বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে যাত্রী বিক্ষোভ আর অন্যদিকে বিজেপি নেতাদের চাপ, সব মিলিয়ে লোকাল ট্রেন নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য এবার তৃণমূলের ভিতরেই দাবি উঠতে শুরু করেছে। আর তারই মধ্যে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের এই চিঠিতে নতুন করে ট্রেন চালানো নিয়ে জল ঘোলা বাড়ছে।

দেশে করনা আবহে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে কাটাচ্ছে মহারাষ্ট্র। সেখানেও গত জুন মাস থেকে লোকাল ট্রেন চালানো শুরু হয়েছে রাজ্য সরকারের অনুরোধে। তারপরে ধাপে ধাপে সেই ট্রেনের সংখ্যাও বাড়ছে। অথচ এ রাজ্যে এখনও পর্যন্ত যাত্রীদের জন্য একটি লোকাল ট্রেন চালু হয় নি।

Share.
Leave A Reply

Exit mobile version