কলকাতা ব্যুরো: দীর্ঘ লকডাউন ও করোনা আবহে অন্যান্য সমস্যার সঙ্গেই বিচার ব্যবস্থা থমকে যাওয়ার উপক্রম। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে দ্রুত বিচার পাইয়ে দিতে উদ্যোগ নিল রাজ্য লিগ্যাল এইড সার্ভিসেস অথরিটি। ছোটখাটো ফৌজদারি মামলার সঙ্গেই বিদ্যুৎ থেকে শুরু করে ব্যাংক ঋণ, দুর্ঘটনাজনিত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য লোক আদালত সারা রাজ্যজুড়ে শুক্রবার হচ্ছে। প্রায় ১৫ হাজার এমন মামলার নিষ্পত্তি করার লক্ষ্য রেখে প্রায় ৭০ টি বিচারকদের বেঞ্চ বসানো হচ্ছে।
করোনা আবহে সরাসরি সামনাসামনি বিচার দেওয়ার সুযোগ কম। তাই একদিকে ল্যাপটপ বা কম্পিউটার এর মাধ্যমে ভিডিও কনফারেন্স করে মামলার শুনানিতে অংশ নিতে পারবেন মামলাকারীরা।
সংস্থার সদস্য সচিব দুর্গা খৈতান বলেন, শুধু পেশায় বিচারকরাই নন, বিভিন্ন পেশার মানুষের সঙ্গেই তৃতীয় লিঙ্গের বেশ কয়েকজন মানুষ এই বিচার কাজে নিয়োজিত থাকবেন।
রাজ্য লিগ্যাল এইড সার্ভিসেস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান, হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এব্যাপারে সংবাদমাধ্যমকে আরো বেশি করে এই লোক আদালতের ব্যাপারে প্রচারের অনুরোধ জানান। তিনি বলেন, দুই পক্ষ রাজি থাকলে অনেক কম সময়ের মধ্যেই যে বিচার পাওয়া যায়, লোক আদালত তার সর্ব আধুনিক বিচার মাধ্যম।