Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108
সপ্তাহের দ্বিতীয় দিনেও গ্যাপ আপ দিয়েই শুরু হয় দুই বাজার সূচক। নিফটি প্রথম ৮৮ পয়েন্ট গ্যাপ আপ ১৮ ,০০০ দিয়ে শুরু করে পরে ১৩৩ পয়েন্ট উপরেই নিজেকে ধরে রেখে বন্ধ হয় সূচক। একই ছবি বি এস ই সেনসেক্স এ গ্যাপ আপ দিয়ে শুরু পরে ৪৫৫ পয়েন্ট উপরে ধরে রেখে ৬০৫৭১ বন্ধ হয়।
নিফটি নিজের ১৮০০০ র প্রতিরোধ এলাকা কে লাফ দিয়ে আজ বন্ধ হয় ১৮০৭০ র ঘরে। এই যাত্রায় পৌঁছাতে আজ রেস্ কে ধরে রাখতে পারে নি নিফটি র বাকি সূচক গুলি। বাকি সূচক গুলির মধ্যে সব থেকে বেশি বাড়ে নিফটি এফ এম জি সি। এর পরেই এনএসইতে প্রায় সমান বাজার প্রস্থের মধ্যে নিফটি মিডক্যাপ এবং স্মলক্যাপ ১০০ সূচক প্রতিটি ০ .১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রযুক্তিগতভাবে, নিফটি ১৮ ,০০০ এর স্বল্পমেয়াদী প্রতিরোধকে সফলভাবে পার করেছে এবং এর উপরে বন্ধ করতে সফল হয়েছে যা ব্যাপকভাবে ইতিবাচক। দৈনিক এবং ইন্ট্রাডে চার্টে, সূচকটি একটি আপট্রেন্ড ধারাবাহিকতা গঠন করে বর্তমান স্তর থেকে আরও আপট্রেন্ডকে সমর্থন করে। এর পরই ১৮ ,০০ ০ এবং ১৭ ,৯২৫ মূল সমর্থন স্তর হিসাবে কাজ করবে এবং ১৮ ,১৫০ -১৮ ,২০০ হবে মূল প্রতিরোধের মাত্রা সে ক্ষত্রে আপট্রেন্ড ১৭ ,৯২৫ এর নিচে এলেই দুর্বল হবে বুল রান।
নিফটির অপসন চেন দেখলে বুঝা যাবে ১৮০০০ র এলাকায় কল অপসন লেখার পরিমান কম প্রায় ৯৪ হাজার অবস্থান রয়েছে এর পরের এলাকা ১৮১০০ ক্ষত্রে কল রয়েছে ১০০১১। সেই তুলনায় পুট চার্টে ১৮০০০ র এলাকাতে রয়েছে ১৩৮০০ র অবস্থান একই সাথে ১৭ .৪৭ অর্থাৎ অস্থিরতা রয়েছে কম ইন্ডিয়া ভিক্স এ , , সে দিকে তাকিয়ে কালকের দিনে ১৮০০০ র সমর্থন এলকাকার নিচে আবার সম্ভাবনা কম হলেও কালকেই প্রত্যাশিত প্রকাশিত হতে পারে মার্কিন মুদ্রাস্ফীতির দর সে ক্ষত্রে সামান্য প্রভাব পড়তে পারে বাজারে। কালকের দিনে ১৮০৭০ র উপরে ১৫ মিনিটে ইতিবাচক ক্যান্ডেল দিলেই করতে হবে কল বাই। ১৭৯৭০ র নিচে এলেই হতে পারে বেয়ারিশ সেক্ষত্রে পুট বাই করতে হবে।
ব্যাংকিং ছিল বাজারের অন্যতম সহায়ক হাত। নিফটি ব্যাঙ্ক ২০০ পয়েন্ট বেশি ৪০ ,৮০২ এ এবং ৩০০ -পয়েন্ট রেঞ্জে লেনদেন করেছে। সূচকটি ২৯৯ পয়েন্ট বেড়ে ৪০ ,৮৭৩ এ বন্ধ হয়েছে, যা ২৭ অক্টোবর, ২০২১ সালের পর থেকে সর্বোচ্চ স্তর।
ইতিবাচক সেটআপ রয়েছে এফ সি এল (FCL ) বাজার দর ১১৭ লক্ষ হবে ১২৫ ট্রেড থেকে বেরিয়ে আস্তে হবে অর্থাৎ স্টপ লস ১১১ । এর পরেই ইতিবাচক রয়েছে এস বি আই বা বিগ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমান দৰেই কিনে লক্ষ হবে ৫৮০ স্টপ লস হবে ৫৩১। ওয়াচ লিস্টের তৃতীয় স্টক কে পি আই টি , আজ বন্ধ হয় ৬০৫.৭০ এ।