কলকাতা ব্যুরো: করোনা লকডাউনে প্রায় তিন মাস বন্ধ থাকার পরে গত দিন ২০ আগে বহু টানাপোড়েনের পর শুরু হয়েছিল টালিগঞ্জে সিনেমা পাড়ায় শ্যুটিং। লকডাউনে সিরিয়ালের শ্যুটিং না হওয়ায় বোকা বাক্সে পুরনো এপিসোড দেখেই সময় কেটেছিল সিরিয়াল প্রিয় বাঙালির। যদিও বাড়ির গৃহিণীদের অনেকেই অখুশি ছিলেন পুরোনো সিরিয়ালে। জুলাইতে ফের শ্যুটিং শুরু হলেও আবার দরজায় তালা পরলো। আজ থেকে অন্তত ১৫ টি বাংলা সিরিয়ালের শ্যুটিং বন্ধ হতে চলেছে। সৌজন্যে-ফেডারেশন এবং চ্যানেল কর্তৃপক্ষের বিরোধ।
দুপক্ষের আর্থিক বিবাদকে কেন্দ্র করে আজ থেকে টালিগঞ্জে দু’টি টেলি চ্যানেলের সব ধারাবাহিকের শুটিং আচমকা বন্ধ হয়ে গিয়েছে।চলতি লকডাউনে শুটিং বন্ধ থাকায় চ্যানেলের পক্ষ থেকে টেকনিশিয়ানদের কিছু আর্থিক সহায়তা করার কথা থাকলেও তা দেওয়া হয়নি। যা নিয়ে ক্ষুব্ধ ফেডারেশনের সম্পাদক স্বরূপ বিশ্বাস। একটি চ্যানেল শর্ত মানলেও অনেক চ্যানেল পূর্বশর্ত অনুযায়ী কলাকুশলীদের কোভিড বীমা সংক্রান্ত বিষয়টিও এখনও সম্পূর্ন করেনি বলে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন।
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির মাধ্যমে কলাকুশলীদের যে আর্থিক সহায়তা করার কথা তা পেতে কিছুটা সময় লাগবে বলে চ্যানেলগুলি
জানিয়েছে। আর এই বিবাদের জেরেই আজ থেকে দুটি চ্যানেলে সম্প্রচারিত সব ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে গিয়েছে।