কলকাতা ব্যুরো: শুধুমাত্র বালুরঘাটই নয়,দুই দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদা জেলার বেশ কিছু অংশ প্লাবিত গত কয়েকদিনের বৃষ্টিতে। এমন পূর্বাভাস অবশ্য ছিলই আবহাওয়া দপ্তরের। আত্রেয়ী,টাঙ্গন, পুনর্ভবার জলে দিন কয়েক ধরেই প্লাবিত বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু অংশ। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, করনদীঘি সহ বেশ কিছু এলাকাও প্লাবিত নদীর জলে।কোথাও হাঁটু জল তো কোথাও কোমর সমান জল। জলপাইগুড়ি জেলার বিশেষত ধুপগুড়ির পরিস্থিতিও একই রকম।
গৌড় বঙ্গের মালদা জেলার বিস্তীর্ণ এলাকার জমি এখন জলের তলায়। এর ফলে বিশেষত আমন ধান চাষ মার খাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাথায় হাত চাষিদের। অক্টোবরে আমন ধান কাটার কথা। এখন মাঠের জমা জলে বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা।